মৎস্যচাষি,মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তাদের পরামর্শ প্রদান : ৯০০জন o প্রশিক্ষণ প্রদান : ১২৮০ জন ,উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি কার্যক্রমের মাধ্যমে ০.৪৮মে.টন পোনামাছ ছাড়া হয়েছে। বিকল্প আয়বর্ধনমূলক (এআইজিএ) সহায়তা হিসাবে ২৫০০ জন নিবন্ধিত মৎস্যজীবীকে সেলাই মেশিন প্রদান এবং জাল বিনিময় কার্যক্রমের অংশ হিসাবে ৫৭০ জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৫৭ টি মৎস্য বান্ধব বেড় জাল বিতরণ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ১৮ টি মোবাইলকোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS