Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

.এক নজরে

বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার তথা বর্তমান সরকারের একটি নবসৃষ্ট উপজেলা এবং সুপ্রাচীন জনপদ। তিতাস বিধৌত এর আয়তন ২২১.১৭ বর্গ কিলোমিটার। ২৩.৫১ হতে  ২৪.৬ ডিগ্রী উত্তর অক্ষংশে এবং ৯১.২০ থেকে ৯২.১০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার মধ্যে বিজয়নগর উপজেলা অবস্থিত। ইহার উত্তরে নাসিরনগর উপজেলা, পূর্বে হবিগঞ্চ জেলার মাধবপুর উপজেলা, দক্ষিণে আখাউড়া উপজেলা এবং পশ্চিমে সদর ব্রাহ্মণবাড়িয়া উপজেলা অবস্থিত। বিগত ৩ আগষ্ট ২০১০ খ্রিঃ তারিখে ৪৮২তম উপজেলা হিসেবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। 

বৃটিশ শাসনামলে ত্রিপুরা রাজ্যের সাথে এ উপজেলার সীমান্ত দিয়ে ব্র‏‏‏হ্ম‏ণবাড়িয়াসহ এত্দঅঞ্চলে স্থল যোগাযোগ সুপ্রতিষ্ঠিত ছিল। উল্লেখ্য যে, সিংগারবিলের সাথে ত্রিপুরা রাজ্যের যোগাযোগের প্রায় ১৫০ বছরের পুরাতন প্রধান সড়কটি এখনও ব্যবহার উপযোগী রয়েছে। লালমাটি সমৃদ্ধ পাহাড়পুর, বিষ্ণুপুর ও সিংগারবিল ইউনিয়নে রয়েছে প্রাকৃতিক কাঁঠাল, লিচু, মাল্টা ও পেয়ারাসহ ভিন্ন ধর্মী নানা বৃক্ষর অপরূপ সমাহার। মননশীল মানুষকে এর সৌন্দর্য আকর্ষণ করবেই। তা ছাড়া কালাছড়া চা বাগানে নাম না জানা অজানা শহীদদের গণ কবর ও রয়েছে । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছিল । মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৯ নভেম্বর এ উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকাটি মুক্ত হয়েছিল। যা মুকুন্দপুর দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়ে থাকে। তা ছাড়া স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা এ ইউনিয়ন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছিল। ২০১০ সালে বিজয় দিবস উদযাপনকালে এ উপজেলার নামকরন করা হয় বিজয়নগর ।

ইতোপূর্বে উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অমত্মর্ভূক্ত হলেও তিতাস নদী দ্বারা বিচ্ছিন্ন বলে এখানে ভিন্নধর্মী একটি আবহ ও আমেজ রয়েছে। বিজয়নগর উপজেলার উল্লেখযোগ্য নদ-নদীর গুলির মধ্যে- ১. লোহর, ২. কালাছড়া, ৩. বালিয়াজুড়ী, ৪. সোনাই ও তিতাস নদী ইত্যাদি । ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ২২১.১৭ বর্গ কিঃ মিঃ আয়তনের এ উপজেলায় হাওর, সমতল ভূমি  এবং ছোট পাহাড় এ তিন ধরনের  ভূমিরম্নপ এর এক অপরম্নপ সমন্বয় রয়েছে । সরকারের নবসৃষ্ট এ উপজেলাটি ভৌগলিকভাবে একটি ব্যতিক্রমধর্মী উপজেলা । ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর হতে সড়ক পথে বিজয়নগর উপজেলার দুরত্ব ৩৫ কি.মি.। উপজেলার জনসংখ্যা, আয়তন, ভোটার, প্রশাসনিক একক ইত্যাদি বিষয় একটি সারণীতে এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও সেচ, মৎস্য, ভূমি, খাদ্য প্রভৃতি একাধিক সারণীতে তথ্য প্রদান করা হয়েছে। ২২১.১৭ বর্গ কিলোমিটার আয়তনের বিজয়নগর উপজেলার মোট জনসংখ্যা ২,৫৭,২৪৭ জন।

৩রা আগষ্ট ২০১০ইং সনে উপজেলা কার্যক্রম শুরু হলেও উপজেলা মৎস্য অফিসের দাপ্তরিক কার্যক্রম শুরু হয় ২৩/০২/২০১৬ ইং সন থেকে।  অত্র উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের মধ্য রয়েছে বিস্তৃর্ণ জলাভূমি ও বিল। যা মৎস্য চাষের জন্য খুবই উপযোগী। এছাড়া সকল ইউনিয়নেই ছোট বড় অসংখ্য পুকুর বিদ্যমান। দশটি ইউনিয়নের মধ্যে পুকুর রয়েছে ১) বুধন্তী-১৯৫টি, ২) চান্দুরা-২২৯টি, ৩) ইছাপুরা-৫৮টি, ৪)চম্পকনগর-১১৯টি, ৫) পত্তন-১০৪ টি, ৬) হরষপুর-১৬৯ টি, ৭) সিংগারবিল-৫৫ টি, ৮) বিষ্ণপুর-১০৩, ৯) পাহাড়পুর-১৯৫ ও ১০) চরইসলামপুর-৩০টি।